West Bengal Bana Sahayak Requirement 2023
কিছুদিন আগে মহামান্য হাইকোর্টের নির্দেশে বন সরকারের কর্মী নিয়োগ বাতিল করা হয়েছিল। সেই পদেরই নতুন করে নিয়োগ জারি করল কলকাতা হাইকোর্ট। এর নির্দেশে রাজ্য সরকার। এই পদে মোট ২০০ টি শুন্যপথ রাখা হয়েছে। যা নিয়োগ প্রক্রিয়া হবে চুক্তিভিত্তিক মাধ্যমে। এবং এই আবেদনের ক্ষেত্রে ছেলেমেয়ে উভয়ই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন স্থায়ী বাসিন্দা অষ্টম শ্রেণির পাশ যোগ্যতা হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই আবেদন এর মাধ্যমে করা যাবে।
আবেদন পত্রটি কিভাবে পূরণ করবেন এবং আবেদন ফরমেট তারিখের মধ্যে কত তারিখের মধ্যে জমা দিতে হবে সমস্ত প্রকার তথ্য আমরা বিশ্লেষণ করবো এই পোষ্টের মাধ্যমে।
আমরা কিভাবে বন সহায়ক আবেদনের ফর্ম টি পূরণ করব তা বিস্তারিত ভাবে দেয়া হলো
- নিয়োগ বিস্তারিত তথ্য নোটিফিকেশন এখানে ডাউনলোড করুন।
- প্রথমে জেলার ঘরে আপনাকে আপনার জেলার নাম লিখতে হবে এবং এক কপি রঙিন ফটো লাগিয়ে দিতে হবে।
- তারপর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১৯/০৫/২০২৩ লিখতে হবে।
- এরপর আবেদন করে নাম লিখতে হবে।
- আবেদনকারীর পিতা ও মাতার নাম যেকোনো একজনের নাম লিখতে হবে।
- তারপর জন্ম তারিখ লিখতে হবে।
- তারপর আবেদনকারী জাতি কি সেটা লিখতে হবে।
- এরপর আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে।
- আবেদনকারী ঠিকানা থানা, পোস্ট, ব্লক, জেলা, লিখতে হবে।
- তারপর আবেদনকারীর মোবাইল নম্বর।
- তারপর আবেদনকারীর ইমেইল আইডি যদি থাকে।
- এরপর আবেদন পত্র কবে জমা করছেন সেই তারিখটা উল্লেখ করতে হবে এবং নির্দিষ্ট জায়গায় আবেদনকারী স্বাক্ষর করতে হবে।
- এরপর পূরণ করা আবেদনপত্র টি আবেদনকারীর ভ্রমণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট হিসেবে আধার কার্ড প্যান কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও জাতিগত সংসদ পত্র যদি থাকে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি স্বাক্ষরিত করে আবেদনের সঙ্গে যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে।
- দপ্তরের অফিসে গিয়ে নিজে জমা করতে পারেন অথবা দাঁত বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারে
- নোটিফিকেশনে উল্লেখিত তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করতে হবে।
প্রতিটি জেলা ভিত্তিক বনদপ্তরের বিভিন্ন ঠিকানা আমরা একটি ইমেজের মাধ্যমে শেয়ার করলাম
আবেদনের শেষ তারিখ কবে ?
বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ ২৬ মে শুক্রবার ছিল তবে এই সময়ের মধ্যে বহু আবেদনকারীরা তাদের আবেদন পত্র জমা করতে পারেনি। তাই তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের বনদপ্তরের আধিকারিকরা এই আবেদনের সময় বাড়িয়ে ২৯শে মে ২০২৩ করেছে।