Swasthya Sathi Card |স্বাস্থ্য সাথী কার্ড এ কত টাকা আছে অনলাইন এর মাধ্যমে চেক করে নিন

Swasthya Sathi Card Balance Check Online

  • স্বাস্থ্য সাথী কার্ড আছে আপনার ? কার্ডে কার কার নাম যুক্ত করা আছে এবং কত টাকা ব্যালেন্স আছে চেক করুন এইভাবে

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্পটি চালু করা হয়েছিল এ রাজ্যের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারেরই মানুষ এই কার্ডের আওতা রয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় থাকা পরিবার গুলি প্রতিবছর পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন।

West Bengal Bana Sahayak Requirement 2023

Swasthya Sathi card balance check online


আপনি কি জানেন আপনার পরিবারের কার কার এই স্বাস্থ্য সাথী কার্ড এর নাম নথিভুক্ত করা আছে এবং কত টাকা ব্যালেন্স আছে আপনার স্বাস্থ্যসাতে কার্ডে আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো আপনার স্বাস্থ্য সাথী কার্ড এ কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড আছে এবং কত টাকা আপনার কার্ডে ব্যালেন্স আছে স্টেপ বাই স্টেপের মাধ্যমে

কার্ডে কার কার নাম যুক্ত করা আছে এবং কত টাকা ব্যালেন্স আছে চেক করুন এইভাবে

  • প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে স্বাস্থ্য সাথী অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করতে হবে অ্যাপ Download Link
  • এরপর এই অ্যাপটি ওপেন করতে হবে
  • ওপেন করার পর ইউ আর এন ভেরিফিকেশন অপশন এ ক্লিক করতে হবে
  • এরপর আপনাকে আপনার জেলা সিলেট করতে হবে তারপর স্বাস্থ্যসাথীকারের নাম্বার লিখে সরেট অপশনে ক্লিক করতে হবে
  • ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার কার্ডে কার কার নাম যুক্ত করা আছে এবং তার নাম একটিভ আছে কিনা
  • কারে ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ভিউ ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে
  • ভিউ ব্যালেন্স ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সাথে সাথে কার্ডের কত টাকা ব্যালেন্স আছে অর্থাৎ চিকিৎসার করানোর জন্য কত টাকা খরচা করতে পারবেন আপনি আমরা কার্ড থেকে

Visite Home Page Tathya Mitra Kendra

Sharing Is Caring:

Hi My Self Biplab Tewary I am a Photographer

Leave a Comment