কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেয়া হবে স্ট্যাটাস কিভাবে চেক করবেন

Krishak Bandhu Status Check

আর্থিক সাহায্য করার জন্য কৃষকদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে PM Kishan ও রাজ্য সরকারের তরফ থেকে Krishak Bandhu প্রকল্পটি চালু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে আওতায় থাকা কৃষকরা রবিশস্য ও খারিজের জন্য সমাধান বছরে দুটি কিস্তিতে ৪ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পান

২০২২ সালে ২৭ জুন খারিফ শস্য টাকা দেয়া হয়েছিল এবং ২০২২ এ ডিসেম্বর ২১ তারিখে। আর এবারের অর্থাৎ ২০২৩ তে সম্ভবত মেয়ে কিংবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের একাউন্টে পাঠানো হতে পারে

যেহেতু ছয় মাস অন্তর টাকা পাঠানো হয় সেই অনুযায়ী মেয়ে কিংবা জনের মধ্যে টাকা আসার সম্ভাবনা প্রবল তবে এর জন্য কোন অফিসিয়াল নোটিফিকেশন এখনো বের হয়নি।

Krishak Bandhu Status Check

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন

  • প্রথমে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট কি হোম পেজে যেতে হবে (krishak bandhu net)
  • এরপর নথিভুক্ত বিষয়কের তথ্য অপশনে ক্লিক করতে হবে
  • তারপর কৃষকের ভোটার কার্ডের নম্বর লিখতে হবে
  • আই এম নট এ রোবট অপশনটিতে ক্লিক করতে হবে।
  • সবশেষে সার্চ অপশনে ক্লিক করলে কিছু বন্ধু স্ট্যাটাস চলে আসবে
Krishak Bandhu Status Check

কৃষক বন্ধু ও অন্যান্য আরো স্টেট গভমেন্ট ও সেন্ট্রাল গভমেন্টের স্কিম এর ব্যাপারে জানার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং ওয়েবসাইট ভিজিট করুন

Sharing Is Caring:

Hi My Self Biplab Tewary I am a Photographer

Leave a Comment